বিয়েতে মেহেদির সাজ

মহিমা আক্তার
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২১, ১০:৪৫| আপডেট : ১৮ মার্চ ২০২১, ১০:৫১
অ- অ+

বিয়ের কনে মানেই হাত ভরা মেহেদি। নতুন বউয়ের হাতজুড়ে মেহেদি না থাকলে যেন মানায় না। বিয়ের সাজের মধ্যে অন্যতম হলো মেহেদি ডিজাইন। মেহেদি শরীরের বিভিন্ন অংশে যেমন হাত, পা, বাহু, কোমর, পিঠ ইত্যাদি অংশে লাগানো যায়। তবে কনে তার পুরো হাত এবং পায়ে লাগানোতেই বেশি আগ্রহ দেখিয়ে থাকেন।

হাত ও পায়ে বিভিন্ন ডিজাইনে মেহেদি লাগাতে পছন্দ করেন অনেকেই। এই ধরনের ডিজাইন বিয়ে, গায়ে হলুদ, বিবাহ বার্ষিকী, ঈদ, পূজা, গেট টুগেদারসহ বিভিন্ন অনুষ্ঠানে বেশি ব্যবহার হয়ে থাকে।

মেহেদি লাগানোর আগে আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলে ঠিকভাবে শুকিয়ে নিন। টিউব মেহেদি লাগানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটাকে শক্ত করে ধরা। তা না হলে ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে। লাগানোর সময় হাতের সামনে অতিরিক্ত কাপড় বা টিস্যু রাখুন যাতে অতিরিক্ত মেহেদি লেগে গেলে খুব দ্রুত মুছে ফেলা যায়।

হাতের সামনে পিছনে ময়ূরের মত করে ডিজাইন করতে পারেন। হাতের তালুতে বা পিঠে ময়ূর যেন পাখা মেলে থাকে এরকম আঁকা হয় ময়ূর ডিজাইনে। এই নকশাকে কলকি নকশাও বলা হয়।

ছোট ছোট সুক্ষ্ণ নকশা একসঙ্গে জোড়া দিয়ে করতে পারেন পেইসলি ডিজাইন। এছাড়া নানান ফুলের নকশা করতে পারেন ফ্লোরাল ডিজাইন।

সাধারণত রাতে ঘুমাতে যাওয়ার ২/৩ ঘণ্টা আগে মেহেদি লাগানো ভালো। সারারাত হাতে মেহেদি রেখে দিলে এর রঙ ভালো হয়। মেহেদি শুকিয়ে গেলেও হাত ধোবেন না। অন্তত ৮ ঘণ্টা পানি থেকে হাত দূরে রাখুন। যত দেরিতে পানি লাগাবেন হাতে তত বেশি রঙ গাঢ় হবে।

মেহেদির রঙ হালকা করতে চাইলে বা উঠাতে চাইলে যেকোনো ধরনের ব্লিচ ক্রিম অথবা টুথপেস্ট হাতে লাগিয়ে ঠিকমত শুকিয়ে নিন। এরপর হাত ঘষলেই দেখবেন আপনার হাতে লাগানো মেহেদির রঙ অনেকটাই হালকা হয়ে যাবে।

ঢাকাটাইমস/১৮মার্চ/এমএ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাইকোর্টের দিকে তাকিয়ে ইশরাক, দাবি পূরণ না হওয়া পর্যন্ত থাকবেন রাজপথে
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হবে
সারা রাত হেয়ার রোডে অবস্থান, সকাল থেকে মিছিল নিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা
ঈদে ট্রেনযাত্রা: আজ ১ জুনের আগাম টিকিট বিক্রি চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা