‘সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে’

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২১, ২০:১২
অ- অ+

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্রাইম প্রিভেশন কোম্পানি-১, র‌্যাব-৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন, সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় যারা এলাকার সম্প্রীতি নষ্ট করেছে, তারা যতই শক্তিশালী হোক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

র‌্যাবপ্রধান বলেন, হবিগঞ্জ সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে র‌্যাবের একটি কোম্পানি করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই আজকে জেলার শায়েস্তাগঞ্জে র‌্যাবের নতুন ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিট সব অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। র‌্যাবের অফিসার ও সদস্যরা অত্যন্ত সাফল্যের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন বলে জানান তিনি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলা আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। যথাসময়ে প্রতিবেদন দেয়া হবে বলে জানান তিনি।

র‌্যাব-৯ মিডিয়া উইং সদস্য ওবাইনের সঞ্চালনায় সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার (অতি. পুলিশ সুপার) কামরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন র‌্যাব-৯ এর সিও (কমান্ডার) লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা শরীফুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, কমান্ডেন্ট ইন সার্ভিসের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়াতুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
ইরান ও ইউক্রেন নিয়ে ট্রাম্প-পুতিন এক ঘণ্টা ফোনালাপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা