পেঁয়াজের ট্রাকে হেরোইনের চালান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২১, ১৫:০৯| আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৫:২২
অ- অ+

সাভার উপজেলার আমিনবাজার এলায় অভিযান চালিয়ে পেঁয়াজবাহী ট্রাকে অভিযান চালিয়ে আনুমানিক ৯০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হেরোইনসহ গ্রেপ্তারকৃতরা হলো- চাপাইনবাবগঞ্জ জেলার মো. নবাব ও রাজশাহীর নাহিদ ইসলাম।

র‌্যাব জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ টাকা। এ সময় ট্রাকে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে করে পেয়াজ পরিবহনের আড়ালে হেরোইন পরিবহন করে আসছিল। পরে এগুলো রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করতো।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এআর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সংঘর্ষে দুজন নিহত
গোপালগঞ্জে কারফিউ জারি, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা