করোনা চিকিৎসায় আরও ৮শ বেড বাড়ানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২১, ১৬:০৯
অ- অ+
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে আরও ৭ থেকে ৮শ বেড বাড়ানো হবে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যসচিব জানান, শিগগিরই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য এক হাজার ২৫০ বেডের ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতাল উদ্বোধন করা হবে।

সচিব বলেন, ‘উত্তর সিটি করপোরেশনে ১২৫০ বেডের হাসপাতাল, যেখানে ২৫০ বেডের আইসিইউ থাকবে। ওটা অচিরেই উদ্বোধন হবে। আর পর্যায়ক্রমে বক্ষব্যাধি হাসপাতালসহ আরও যে হাসপাতালগুলো আছে সেগুলোতে ৭ থেকে ৮শ বেড বাড়ানোর চেষ্টা করব।’

লোকমান হোসেন বলেন, এখনও আমাদের উপজেলা ফাঁকা আছে। জেলায় ফাঁকা আছে। গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরে আসন বাড়ানোর বিষয়টি ভাবছে সরকার।

কিছু সীমাবদ্ধতা আছে জানিয়ে লোকমান হোসেন বলেন, ‘সরকারের আন্তরিকতা কোনো ঘাটতি নেই।’

টিকার কার্যক্রম চলমান আছে জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা মাস্ক পরার আহ্বান জানান স্বাস্থ্য সচিব।

টিকার বিকল্প উৎস সরকার খুঁজে পেয়েছে কিনা জানতে চাইলে পরিষ্কার করে কিছু না বলে সচিব বলেন, ‘সব চেষ্টা চলতেছে।’

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা