নিখোঁজের ১২ ঘণ্টা পর লাশ মিলল বাড়ির সামনে

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১৭:৪৬
অ- অ+

নিখোঁজের ১২ ঘণ্টা পর গাইবান্ধার সাঘাটায় বজলুর রশিদ বুলু নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের রোমা সিনেমা হলের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বজলুর রশিদ একই ইউনিয়নের মামুদপুর গ্রামের মৃত কায়েম উল্লার ছেলে। তিনি রোমা সিনেমা হলের স্বত্ত্বাধিকারী ছিলেন। তিনি হলের পাশে অবস্থিত নিজ বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

সাঘাটা থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, শনিবার নিহত বজলুর ছাড়া বাড়ির সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সন্ধ্যার পর থেকে মোবাইল ফোনসহ তাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে সিনেমা হলের বাসা থেকে তুলে নিয়ে আটকে রাখে। এরপর ভোরে লাশ হলের সামনে ফেলে রেখে যায়। থুতনিতে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় সাঘাটা থানায় একটি ইউডি মামলা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু 
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
মিটফোর্ড হত্যা: আসামিপক্ষে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা