সাভারের ক্লিনিকে নার্সের ‘আত্মহত্যা’

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১৩:৫৪
অ- অ+

সাভারের সীমা জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকে কর্তব্যরত এক নার্স গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। নিহত রত্না মেহেরপুর জেলার সদর থানার কামারখালী গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

সোমবার সকালে পৌর এলাকার আনন্দপুর মহল্লার ওই হাসপাতালের তিনতলার একটি কক্ষে নার্স রত্না ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ রত্নার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা