লকডাউনে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ২০:২৮

সরকার ঘোষিত লকডাউন, স্বাস্থ্যবিধিসহ চলাচলে নিষেধাজ্ঞা আরোপজনিত কর্মকাণ্ড অমান্য করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই অঞ্চলে ১৪ মামলায় ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে নগর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়৷

অভিযানে ডিএনসিসি'র অঞ্চল-৪ এর ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে সরকারের আদেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব মেনে না চলা, হোটেল, রেস্টুরেন্ট ও দোকান খোলার দায়ে সাতটি মামলায় সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া অঞ্চল-৯ এর ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে অপর সাতটি মামলায় আরও ছয় হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে ডিএনসিসি।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :