টিপস

ফেসবুকে 'পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২১, ১০:২৭
অ- অ+

ফেসবুকের 'পিপল ইউ মে নো’ সাজেশনের মাধ্যমে সেই মানুষগুলোকে দেখায় যাদের সম্ভবত আপনি চেনেন। কিন্তু সেখানে এমন সব মানুষের প্রোফাইল দেখা যায় যাদের আপনি চিনলেও ফেসবুকে অ্যাড করতে চান না।

কোম্পানির নিজস্ব অ্যালগোরিদমের মাধ্যমে এই তালিকা তৈরি করে ফেসবুক। আপনার প্রোফাইলের বিভিন্ন তথ্য সঙ্গে যাচাই করে এমন সব মানুষের প্রোফাইল আপনার সামনে নিয়ে আসে যাদের আপনি চিনলেও চিনতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই তালিকায় অচেনা মানুষদের প্রোফাইল ভেসে ওঠে।

যদিও এই সাজেশন বন্ধ করার উপায় রয়েছে। ফেসবুকে 'পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে নিন।

স্টেপ ১। কম্পিউটার ব্রাউজার থেকে ফেসবুক ওপেন করে সেটিংস মেনু ওপেন করে প্রাইভেসি সিলেক্ট করুন। স্ক্রিনের ডান দিকে উপরে সেটিংস মেনু পাবেন।

স্টেপ ২। এই মেনুতে সেটিংস সিলেক্ট করলে একটি নতুন মেনু খুলে যাবে।

স্টেপ ৩। বাঁ দিকে মেনু বারে নোটিফিকেশন দেখতে পাবেন।

স্টেপ ৪। এখানে 'পিপল ইউ মে নো’ খুঁজে বার করুন।

স্টেপ ৫। এখানে টগলটি অফ করে দিন। একই সঙ্গে এসএমএস, ইমেল ও পুষ নোটিফিকেশনে অ্যালার্ট বন্ধ করুন।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা