সুখবর পেয়ে বাসায় ফিরলেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২১, ১৪:২৪
অ- অ+

১৩ দিন পর নিজের বাসায় ফিরলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। এতদিন থেকে বাসার বাইরে অন্য কোথাও ছিলেন। কারণ, অভিনেতার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী, ছেলে ফারদিন স্বাধীন ও নতুন পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশাসহ পরিবারের সব সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ ছিল। নেগেটিভ ছিলেন শুধু সানী।

এই কারণে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে চিকিৎসকের পরামর্শে তিনি গত ১৩ দিন বাসার বাইরে ছিলেন। ফিরেছেন বৃহস্পতিবার। অভিনেতা বলেন, ‘১৩ দিন পর বাসায় ফিরলাম। এখন একটা নিরাপদ জায়গা তৈরি হয়েছে। তাই চিকিৎসকদের কাছ থেকে পজিটিভ সংবাদ পেয়েই বাসায় ফিরেছি।’

তবে কি ওমর সানীর স্ত্রী মৌসুমীসহ সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। সে সম্পর্কে অবশ্য পরিষ্কার করে কিছু জানাননি ‘কুলি’ খ্যাত এই নায়ক। শুধু বলেছেন, চিকিৎসক সবুজ সংকেত দিয়েছেন বলেই বাসায় ফিরলাম।’

প্রসঙ্গত, গত ২৬ মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ধুমধাম অনুষ্ঠান করে একমাত্র ছেলে ফারদিন স্বাধীনের বিয়ে দেন তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। অভিনেতার ধারণা, সেখান থেকেই পরিবারের সবাই করোনায় আক্রান্ত হন।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জটিল রোগের মহৌষধ ভেষজ লটকন, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন
ঢাকাসহ ৬ বিভাগে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা