রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিনজনের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ২২:১৭| আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:৪৩
অ- অ+

কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্পে স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গার গলাকাটা লাশ উদ্ধার করেছে ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনে সদস্যরা। ধারণা করা হচ্ছে পারিবারি কলহের কারণে নিজেদের মধ্যে হামলায় এই হত্যাকান্ড ঘটতে পারে।

কক্সবাজার-১৪ এপিবিএন-এর অধিনায়ক এসপি নাঈমুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় রাজাপালং ইউনিয়নের ২-ইস্ট নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই ক্যাম্পের বাসিন্দা আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম, তার স্ত্রী মরিয়ম খাতুন ও শ্যালিকা হালিমা খাতুন।

ক্যাম্পের বাসিন্দাদের বরাত দিয়ে এসপি নাঈমুল ইসলাম বলেন, উখিয়ার ২-ইস্ট নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম খাতুনের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তারা পরস্পরের উপর হামলা করে। এতে এই খুনের ঘটনা ঘটেছে।”

এই এপিবিএন কর্মকর্তা আরও বলেন, সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এপিবিএন-এর সদস্যরা বাড়ি থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে মরিয়ম খাতুনের গলা কাটা এবং অপর দুইজনের গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উখিয়া থানার ওসি মো. সঞ্জুর মোর্শেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে।

ঢাকাটাইমস/২৩ এপ্রিল/ এআর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা