অক্সিজেনের অভাবে মৃত্যু গণহত্যার শামিল: ভারতের আদালত

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৫ মে ২০২১, ১৩:০০
অ- অ+

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় অক্সিজেনের অভাবে রোগীদের মৃত্যুকে গণহত্যার সঙ্গে তুলনা করেছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। এসময় উত্তর প্রদেশে এমন ঘটনা ঘটায় রাজ্য সরকারকে ভর্ৎসনা করে আদালত।

আদালত জানায়, এই ধরনের ঘটনা আইনত অপরাধ। লখনউ কিংবা মীরাটে অক্সিজেনের অভাবে কোভিড রোগীদের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সংবাদ প্রতিদিন

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বারবার বলতে শোনা গিয়েছে, এই অভিযোগগুলি একেবারেই ঠিক নয়। অক্সিজেন সরবরাহ তো বটেই, অন্যান্য ওষুধপত্র কিংবা হাসপাতালে বেডের অভাব নিয়ে যা শোনা যাচ্ছে তা ভিত্তিহীন। যদিও আসল ছবিটা যে তা নয়, তেমন অভিযোগ ক্রমেই তীব্র হয়ে উঠেছে।

মঙ্গলবার এলাহাবাদ আদালতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও বিচারপতি অজিত কুমারের বেঞ্চ রীতিমতো ভর্ৎসনা করেন প্রশাসনকে। আদালত জানায়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি কীভাবে হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাবে কোভিড রোগীদের মৃত্যু হয়েছে। এটা রীতিমতো আইনত অপরাধ এবং গণহত্যার থেকে কম কিছু নয়।’

বিচারপতিরা জানিয়েছেন, ‘কী করে আপনারা মানুষকে এভাবে মারা যেতে দিতে পারেন, যেখানে বিজ্ঞান এত উন্নত হয়ে গিয়েছে? হৃদযন্ত্র কিংবা মস্তিষ্ক প্রতিস্থাপনও কত অনায়াসে করা যাচ্ছে আজকাল।’

লখনউ ও মীরাটের জেলাশাসকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এবিষয়ে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই মামলার পরবর্তী শুনানিতে তাদের হাজিরা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

ঢাকাটাইমস/০৫মে/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা