অক্সিজেনের অভাবে ভারতে ফের ৫ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৫ মে ২০২১, ১৩:১৯
অ- অ+

এবার ভারতের উত্তরাখণ্ডের হাসপাতালে অক্সিজেনের অভাবে একসঙ্গে ৫ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। অক্সিজেন পরিষেবায় ব্যাঘাত ঘটায় প্রায় আধঘণ্টা কোভিড ওয়ার্ডে অক্সিজেন ছাড়াই পড়ে থাকতে হয়েছিল রোগীদের। তাতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

বুধবার ভোরে হরিদ্বার জেলার রুরকির একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আচমকাই অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। তার জেরে রাত দেড়টা থেকে ২টা পর্যন্ত, প্রায় আধ ঘণ্টা অক্সিজেন পাননি রোগীরা। যে ৫ জন মারা গিয়েছেন, তাদের মধ্যে ১ জন ভেন্টিলেটরে ছিলেন। বাকিরা ছিলেন অক্সিজেন শয্যায়।

এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন হরিদ্বারের জেলাশাসক সি রবিশঙ্কর। হাসপাতালের অডিট টিমও নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে।

হাসপাতালে অক্সিজেনের চাহিদা কত, সেই তুলনায় সরবরাহ কত, তা নিয়ে সবিস্তার রিপোর্ট তৈরি করা হচ্ছে। গাফিলতির প্রমাণ পেলে কড়া আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রবিশঙ্কর।

ঢাকাটাইমস/০৫মে/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা