গাঁজা গাছসহ দুই মাদক কারবারি আটক

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২১, ২২:৫০
অ- অ+

১৭টি গাঁজা গাছ ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদে র‌্যাব ১১ সিপিএস নরসিংদীর একটি দল বুধবার বিকাল ৫টার দিকে পাশের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সাতগ্রাম ইউনিয়নের পাকুতুয়া গ্রাম থেকে তাদের আটক করে। বাড়িতে রোপন করা ১৭টি গাঁজা গাছ ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- আনোয়ার হোসেন (৬২) এবং গোলাম মাওলা (২৮)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার শাহজালাল জানান, আসামিদ্বয় দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আসামিরা বি-বাড়িয়া জেলার বিভিন্ন জায়গা থেকে গাঁজা ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে বিক্রি করত এবং নিজেদের বসতঘরের বারান্দার টবে গাঁজা চাষ করে আসছিল তাদের হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা ও রোপনকৃত ১৭টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। আসামিদের আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা