ইতালিতে একদিনে তিন বাংলাদেশির মৃত্যু

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২১, ২১:২৫
অ- অ+

ইতালিতে একদিনে তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বুধবার (৫ মে) দুজন করোনায় এবং অন্যজন ব্রেন স্ট্রোকে মারা যান। মৃত তিন বাংলাদেশি হলেন- শাহারুল আলম সাগর (২৮), মো. গোলাম মোস্তফা মিয়া (৫৫) ও মো. ছিদ্দিক (৪৬)।

বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন শাহারুল আলম সাগর। তাকে হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষায় করোনা পজিটিভ আসে। সেখানে দীর্ঘ ১৭ দিন চিকিৎসার পর বুধবার মারা যান তিনি।

ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি গোলাম মোস্তফা স্থানীয় সময় বুধবার দুপুর ১২টায় ভেনিসের মেসত্রে আনজেলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে রোমে বসবাসরত মো. ছিদ্দিক স্থানীয় সময় বেলা ১১টায় ব্রেন স্ট্রোকে মারা যান।

মৃতদের মধ্যে সাগরের বাড়ি কুমিল্লা, গোলাম মোস্তফার বাড়ি কিশোরগঞ্জ এবং মো. ছিদ্দিকের বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানায়।

এর দিন তিন আগে ইতালির উত্তর পালেরমোতে বসবাসকারী সেকেন আলি (ইউসুফ) নামে আরেক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে করোনায় বাংলাদেশির মৃত্যুতে ইতালি প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/৬মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড়, শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!
বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা