এসিআইয়ের ট্রাক্টর কিনে স্বাবলম্বী সনি রহমান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২১, ২২:৫৪
অ- অ+

বেকারত্বের অভিশাপ ও সকল হতাশা কাটিয়ে এসিআইয়ের ট্রাক্টর কিনে স্বাবলম্বী হলেন অভিনেতা সনি রহমান। এর মাধ্যমে শেষ হলো অভিনেত্রী দোলন দে’র সঙ্গে তার দাম্পত্য কলহের চ্যাপ্টারও। শুরু হলো তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলার মিশন।

তবে সনি রহমান ও দোলন দে’র এই দাম্পত্যের গল্প বাস্তব নয়, রিল লাইফের ঘটনা। এসিআইয়ের সোনালীকা ট্রাক্টরের অভিসিতে তুলে ধরা হয়েছে তাদের দাম্পত্য জীবনের নানা সমস্যা এবং সে সব সমাধানের খুব সহজ উপায়।

এআরবিডট প্রোডাকশন হাউজের ব্যানারে আতিকুর রহমান বেলাল ও মাকসুদুল হক ইমোর পরিচালনায় সনি রহমান ও দোলন দে’কে জুটি করে সম্প্রতি নেত্রকোনায় শুটিং হলো এসিআইয়েরর সোনালীকা ট্রাক্টরের এই অভিসির কাজ।

এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করলেন সনি রহমান ও দোলন দে। ঈদ উলক্ষ্যে তরুণ কৃষি উদ্যাক্তাদের কথা মাথায় রেখে ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে এই অভিসিটি নির্মাণ করা হয়েছে। এটির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন মিঠু মনির।

নির্মাতা কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই অভিসিটি টেলিভিশনে প্রচার শুরু হবে।

ঢাকাটাইমস/০৮মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা