কোস্টগার্ডের জন্য হারবার প্যাট্রল বোট ক্রয়ের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২১, ১৮:২২
অ- অ+

বাংলাদেশ কোস্টগার্ড এবং ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নারায়ণগঞ্জ-এর মধ্যে দুইটি হারবার প্যাট্রল বোট ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরে কোস্টগার্ডকে এসব প্যাট্রোলবোট (এইচপিবি) সরবরাহ করবে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড।

রবিবার বিকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, এসব প্যাট্রোল বোট যুক্ত হলে কোস্টগার্ডের সক্ষমতা ও কর্মপরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং দুই সংস্থার মধ্যে কার্যক্রম আরও সুদৃঢ় হবে। তিনি আরও জানান নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে তৈরি আরও ২টি ইনসোর প্যাট্রল ভেসেল (আইপিভি) বিসিজিএস জয় বাংলা ও বিসিজিএস অপূর্ব বাংলা এবং ৬টি হাই স্পিডবোট (বড়) হস্তাস্তর প্রক্রিয়াধীন রয়েছে।

হারবার প্যাট্রল বোট ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, বিসিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমডোর এস এম মনিরুজ্জামান, (সি), ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন, ব্যাবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি. নারায়ণগঞ্জ। এছাড়াও অনুষ্ঠানে কোস্টগার্ড সদর দপ্তরের পরিচালক এবং ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি. নারায়ণগঞ্জ এর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/ ৯মে/আরকে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা