করোনা আক্রান্ত ২৫১ বিচারক, এক জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২১, ১৫:২৪| আপডেট : ১০ মে ২০২১, ১৫:৩৯
অ- অ+

কোভিড-১৯ পরিস্থিতিতে ভার্চুয়াল পদ্ধতিতে মামলা ও বিচারকার্য পরিচালনায় সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ২১ জন বিচারপতি ও নিম্ন আদালতের ২৩১ জন বিচারক করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার বিষয়টি ঢাকা টাইমসকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার সাইফুর রহমান। এ বিষয়ে তিনি গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান।

বিবৃতি থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের ২০০ জন ও অধস্তন আদালতের ৪৫৮ জন কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে জেলা জজ পদমর্যাদার ১ জন বিচারক ও ৬ জন কর্মচারী মারা গেছেন।

তিনি জানান, বিচার বিভাগ দেশে আইনের শাসন বলবৎ রাখার লক্ষ্যে এবং জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার্থে করোনাকালেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা যাচ্ছে। ভয়াবহ অতিমারির এসময়ে দেশব্যাপি সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিচারিক দেওয়ানি-ফৌজদারি আদালত এবং ট্রাইবুনালসমূহে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন-জরুরি বিষয়সমূহ শুনানির পাশাপাশি নিষ্পত্তি করছে।

সাইফুর রহমান আরও জানান, প্রধান বিচারপতির আদেশে বিগত ২০২১ সালের ২৭ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালের দেয়া আদেশের ফটো-সার্টিফাইড কপি অতি স্বল্প সময়ে প্রদান করা হচ্ছে। যার কারণে মামলার পক্ষগণ খুব সহজে তা সংগ্রহ করে উচ্চতর আদালতে দাখিল করতে পারছেন।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ২০২০ খ্রি. ১৩ জুলাই হতে ৬ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১০ হাজার ৩ টি মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়া বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের প্রত্যেক বেঞ্চে প্রতিদিন ১০০ জনের অধিক আইনজীবী শারীরিক উপস্থিতি ছাড়াই ভার্চুয়ালি শুনানি করছেন। হাইকোর্ট বিভাগে প্রতিদিন ৫০০ এর অধিক ফৌজদারী আবেদন নিষ্পত্তি হচ্ছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় গত বছরের ন্যায় চলতি বছরের ৫ এপ্রিল থেকে ভার্চুয়ালি মামলা পরিচালনা করছেন বিচারক-আইনজীবীসহ সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/এআইএম/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা