গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল আক্রমণ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১৪ মে ২০২১, ১০:৪৫
অ- অ+

ফিলিস্তিনের গাজায় কয়েকদিন ধরে বিমান হামলার পাশাপাশি এবার স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। কামান থেকে গাজায় গোলাবর্ষণ করছে ইসরায়েল। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসও ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। খবর আল জাজিরার

দুই পক্ষের ব্যাপক হামলা পঞ্চম দিনে গড়িয়েছে তবে এখন পর্যন্ত হামলা বন্ধের বা দুই পক্ষের শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, বিমান ও স্থল বাহিনী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস শাসিত ছিটমহলটিতে হামলা শুরু করেছে। তবে এটি স্থল অভিযান না, ইসরায়েলি সৈন্যরা গাজা সীমান্ত থেকে ভূখণ্ডটিতে গোলাবর্ষণ করছে।

ইসরায়েলি সেনা অবস্থানের নিকটবর্তী গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, তারা নিজেদের সীমানার ভেতরে ইসরায়েলি স্থল বাহিনীর প্রবেশের কোনো লক্ষণ দেখেননি কিন্তু ব্যাপক গোলাবর্ষণ ও বার বার বিমান হামলা চালানো হচ্ছে।

শুক্রবার ভোর থেকে গাজার উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল কামানের গোলা ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের কাছাকাছি বাড়ির বাসিন্দারা জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় প্রার্থনা করেছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার দিনে গাজায় ২৯টি শিশুসহ অন্তত ১০৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু বৃহস্পতিবার (গাজার ঈদের দিন) ৫২ জন নিহত হয়েছেন। ইসরায়েলের পক্ষে সাত জন নিহত হয়েছে।

ঢাকাটাইমস/১৪মে/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা