গাঙচিল বাহিনীর ‘ভাইগ্না নাঈম’ অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২১, ১৬:০৫| আপডেট : ১৬ মে ২০২১, ১৬:১৫
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত গাঙচিল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড লম্বু মোশারফের ভাগিনা সন্ত্রাসী নাঈম ওরফে ভাইগ্না নাঈমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

রবিবার (১৬ মে) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত নাঈম রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান হাউজিংসহ আশপাশের এলাকার সন্ত্রাসী গাঙচিল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড লম্বু মোশারফের ভাগিনা। সে ও তার সহযোগীরা রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত। এছাড়াও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইসহ সকল অপরাধমূলক কাজ করে আসছিলো। তাকে আইনের আওতায় আনার জন্য অনেক দিন ধরে র‌্যাব-২ এর গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। গোপন খবরে থানার আক্কাসনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে খুন, হত্যা চেষ্টা, ধর্ষণ ও পুলিশের ওপর হামলাসহ ডিএমপির বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাগিনা নাঈম জানান, তার সহযোগীরা দিনে ভূমি দখল ও ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় সন্ধ্যার পর থেকে মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে।

ভাগিনা নাঈমের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখবে বলে জানান এএসপি মো. আবদুল্লাহ আল মামুন।

(ঢাকাটাইমস/১৬মে/এআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
আরপিও সংশোধনে অষ্টম কমিশন সভা বৃহস্পতিবার, জানুন সভার আলোচ্যসূচি
৫ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা