মানিকগঞ্জে প্রাইভেটকারচাপায় পথচারী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২১, ২০:৪৪
অ- অ+

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার বিকালে মহাসড়কের বাগজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও দুজন।

আহতরা হলেন- মোটরসাইকেলচালক রাকিব হোসেন (১৮) এবং প্রাইভেটকারচালক মোস্তাফিজুর রহমান (৪৩)। নিহত পথচারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গোলড়া হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। বিকাল চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাগজান এলাকায় একটি মোটরসাইকেল সড়কে উঠছিল। এ সময় প্রাইভেটকারটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে চাপা দেয়। এতে পথচারী গুরুতর আহত হন। এই ঘটনায় আহত মোটরসাইকেলচালক রাকিব, প্রাইভেটকারচালক মোস্তাফিজুর ও পথচারীকে উদ্ধার জেলা সদর হাসপাতালে পাঠায় গোলড়া হাইওয়ে থানার পুলিশ।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে পাঠানোর পর অজ্ঞাত পরিচয়ের ওই পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা