ঠাকুরগাঁওয়ে কোল্ড স্টোরেজগুলোয় ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২১, ১৫:৫০
অ- অ+

আলু সংরক্ষণে ঠাকুরগাঁওয়ে কোল্ড স্টোরেজগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা। বুধবার শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

আলু চাষি ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, কৃষি সম্পাদক সুলতান মাহমুদ সুজন, উপদেষ্টা রফিক, বিএনডিসি আলু চাষি কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর ইসলাম, যুগ্ম সম্পাদক সারোয়ার কাওসার মানিক, উপদেষ্টা মোজাহারুল, আদর্শ আলু চাষি লিপু প্রমুখ।

বক্তারা দাবি করেন, দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে বস্তাপ্রতি ১৬০ থেকে ১৮০ টাকা আদায় করা হয়। অথচ ঠাকুরগাঁও জেলায় গত বছর ২০০ টাকা হারে ভাড়া আদায় করা হয়। আর এ বছর প্রতি বস্তার জন্য ৩০০ থেকে ৩২০ টাকা ভাড়া নির্ধারণ করেছেন কোল্ড স্টোরেজ মালিকরা। এতে কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

ঠাকুরগাঁও জেলায় ১৬টি হিমাগার বা কোল্ডস্টোরেজ রয়েছে।

(ঢাকাটাইমস/১৯মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা