নড়াইলে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২১, ২২:২৪
অ- অ+

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে বয়োবৃদ্ধা সালেহা বেগমকে (৭৫) পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১টার দিকে নিজ বাড়ির বারান্দার একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত সালেহা জামরিলডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদ খন্দকারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সালেহা বেগম শুক্রবার রাতের খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে সালেহাকে পুড়িয়ে হত্যা করে। এর আগে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ছেলে আরিফ খন্দকারকে (৪৫) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

আরিফের স্ত্রী কুলসুম বেগম দাবি করে বলেন, আমার স্বামী হত্যার আসামিরা জামিনে বেরিয়ে এসে শাশুড়ি সালেহা বেগমকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, বয়োবৃদ্ধ সালেহা বেগমকে আগুনে পুড়িয়ে মারার বিষয়টি স্পর্শকাতর। কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও এ এলাকায় অনেকগুলো মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/২২মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা