সরাসরি পরীক্ষার ব্যবস্থা নিতে বলেছে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২১, ২০:২০| আপডেট : ২৮ মে ২০২১, ২০:২৭
অ- অ+

করোনা মহামারির কারণে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনের পাশাপাশি সরাসরি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষার ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি।

এই নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার সব বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়েছে ইউজিসি।

ইউজিসির চিঠিতে বলা হয়, ‘কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে সরাসরি ও অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।’

ইউজিসির চিঠিতে পরীক্ষার বিষয়ে গত ২২ ডিসেম্বরের নির্দেশনা অনুসরণের করতে বলা হয়েছে।

গত বছরের মার্চে দেশে করোনা শনাক্ত হওয়ার পরপর বন্ধ হয়ে যায় সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান আর খুলেনি।

সবশেষ গত বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে এসে জানান, মহামারি পরিস্থিতি খুব বেশি প্রতিকূল না হলে আগামী ১৩ জুন স্কুল-কলেজ খুলে দেয়া হবে।

তবে আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়ার পরিকল্পনা থাকায় বিশ্ববিদ্যালয় খোলার কোনো সিদ্ধান্তে আসেনি শিক্ষা মন্ত্রণালয়।

(ঢাকাটাইমস/২৮মে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা