লহ্মণের চোখে ফেবারিট ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২১, ১৯:৫৪| আপডেট : ০৬ জুন ২০২১, ২০:১৩
অ- অ+

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে চলতি মাসের ১৮ তারিখে মাঠে নামবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ভারত এবং নিউজিল্যান্ড। সময় যতই কমছে এ ম্যাচ নিয়ে ততই বাড়ছে জল্পনা ও কল্পনা। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কেউ কেউ এগিয়ে রাখছেন নিউজিল্যান্ডকে। তবে ভারতের সাবেক ডানহাতি ব্যাটসম্যান ভিভিএস লহ্মণের চোখের ফেবারিট কোহলিরাই।

আসন্ন ফাইনাল ম্যাচকে সামনে রেখে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে লহ্মণ বলেন, ‘দুই দলই ভালো, তবে আমার মতে, ফেবারিট হিসেবে শুরু করবে ভারত। কারণ যেভাবে এই দল খেলে আসছে, শুধু গত দুই বছরে নয় (টেস্ট চ্যাম্পিয়নশিপের সময়ে), বরং লম্বা একটা সময় ধরে।’

তিনি আরো বলেন,‘তারা সব ধরনের চ্যালেঞ্জকে আপন করে নিয়েছে এবং যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, জয় করেছে। গত অস্ট্রেলিয়া সফরেই যেমনটি দেখিয়েছে। এই ভারতীয় দলের প্রতিভা ও গভীরতা অনেক।’

ভয়-ডরহীন ক্রিকেট খেলুড়ে বিরাট কোহলিদের নিয়ে এই ক্রিকেট কিংবদন্তি বলেন, ‘এই ভারতীয় দল কখনোই পিছপা হয় না, চ্যালেঞ্জ যেমনই হোক। গত অস্ট্রেলিয়া সফরে যে মানসিকতা ও ইতিবাচকতার প্রমাণ তারা মেলে ধরেছে, কোনো দলকে এত বড় চ্যালেঞ্জের মোকাবেলা আগে করতে দেখিনি আমি। প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার পর, মূল অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়া, এত এত চোট-আঘাতের মধ্যে দ্বিতীয় সারির ভারতীয় দল যেভাবে অস্ট্রেলিয়াকে তাদের দেশে হারিয়েছে, সেটা অসাধারণ।’

(ঢাকাটাইমস/০৬জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা