তিন ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২১, ০৮:৩৬
অ- অ+

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে যুদ্ধবাজ ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও একজন ইসলামি জিহাদ আন্দোলনের কর্মী ছিলেন।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে ইসরায়েলের সেনারা জেনিন শহরে অভিযান চালায়। এ সময় ফিলিস্তিনিদের ধরপাকড় শুরু করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

ইসরায়েলের সামরিক বাহিনীও বলেছে, তাদের সেনারা জেনিন শহরে গ্রেফতার অভিযান পরিচালন করে। এসময় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তরের সামনে ইহুদিবাদী সেনা এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ইসলামি জিহাদ আন্দোলনের এক সদস্য ও সাবেক কারাবন্দি জামিল আল-আমুরি নিহত হন।

এছাড়া, ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে আটক করে। তাদের দাবি, শহীদ জামিল আল আমুরি এবং গ্রেফতারকৃত ব্যক্তি দু'জনকেই তারা খুঁজছিল।

এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন জেনিন শহরে সাধারণ ধর্মঘট ডেকেছে। ফিলিস্তিনি নাগরিকদের হত্যার খবর শুনে হাজার হাজার শোকার্ত মানুষ জেনিন শহরের রাস্তায় নেমে আসেন এবং তারা শোক র্যালিতে যোগ দেন।

(ঢাকাটাইমস/১১জুন/কেএমএস/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা