ফেরার ইঙ্গিত দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২১, ১৫:৪০
অ- অ+

তাকে শেষবার দেখা পর্দায় দেখা গেছে ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে। এরপর কেটে গেছে প্রায় আড়াই বছর। চলতি বছরের গোড়ার দিকে জানা গিয়েছিল ‘পাঠান’ ছবির মাধ্যমে ফের পর্দায় ফিরবেন শাহরুখ। সেই মত শুটিংও শুরু হয়েছিল। তবে লকডাউনের কারণে তা বন্ধ হয়ে যায়। এবার নিজেই অনুরাগীদের পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন বলিউড বাদশা।

সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মুখে গজিয়ে ওঠা দাড়ি কেটে ফেলার কথা জানিয়েছেন শাহরুখ। কিছুটা হেঁয়ালি করে তিনি লেখেন, ‘তারা বলেন, মাস ও দাড়ি দিয়ে সময়ের পরিমাপ করা হয়। এবার এই দাড়ি ছেঁটে কাজে ফেরার সময় হয়েছে। আশাকরি যারা কাছে ফিরেছেন, তারা সকলেই সুস্থ আছেন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, শিগগিরই কাজ শুরু হবে।’

কিং খানের এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। বহু অনুরাগী প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, তারা শাহরুখ খানের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।

‘পাঠান’ ছবিটি এ বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার দ্বিতীয় ঢেউ আর লকডাউনের কারণে পুরো পরিকল্পনা বাতিল হয়ে যায়। নতুন পরিকল্পনা অনুযায়ী, ছবিটি মুক্তি পাবে ২০২২ সালে। এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

ঢাকাটাইমস/১২জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
শুল্কহার নিয়ে তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সময় চেয়েছে বাংলাদেশ
ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা