আলফাডাঙ্গায় জেলা পরিষদের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২১, ০৯:৪৬
অ- অ+

করোনা সংক্রমণ প্রতিরোধে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জেলা পরিষদের পক্ষ থেকে মানুষের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার পানাইলে জ্ঞানতীর্থ মহিউদ্দিন আহমদ স্মৃতি বিজ্ঞান পাঠাগার ও বিনোদন কেন্দ্রে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে তিন পিস করে মাস্ক, তিন পিস সাবান, দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার, এক বোতল হ্যান্ড স্যানিটাইজার।

জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ জানান, জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে ৪শত পরিবারকে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।

এ সময় পুলিশের সাবেক কর্মকর্তা (এআইজি) মালিক খসরু পিপিএম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদ হোসেন, গোপালপুর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি খান আমিরুল ইসলাম, টগরবন্দ ইউপি সদস্য আরিফুল ইসলাম, বুড়াইচ ইউপি সদস্য মাহাবুব শেখ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রবিউল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২০জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অর্থনৈতিক কর্মকাণ্ড: ভোলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিমকে দল থেকে বহিস্কার
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসা ও অপারেশনের দায়িত্ব নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা