মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ‘দলবদ্ধ ধর্ষণ’, আটক ৩

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২১, ২০:৫২
অ- অ+

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্ধা গ্রামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব-৪। রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং।

আটককৃতরা হলো- সদর উপজেলার লেমুবাড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে ময়নুল ইসলাম জাহিদ (১৪), পূর্ব শানবান্ধা গ্রামের সোহরাবের ছেলে আরমান (১৪) ও আমিনুল ইসলাম (১৫)।

র‌্যাব কর্মকর্তা উনু মং জানান, গত বৃহস্পতিবার (১৭ জুন) বিকাল ৩টার দিকে প্রাইভেট পড়তে যাবার সময় বখাটে আরমান ও তার বন্ধু জাহিদ মেয়েটিকে একটি পোল্ট্রি ফার্মে তুলে নিয়ে ধর্ষণ করে। পরের দিন আরমানের বড় ভাই আমিনুল একই কায়দায় মেয়েটিকে ধর্ষণ করে। এর কিছুদিন আগে আমিনুল ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। পরে সে ওই স্কুলছাত্রীকে ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ বিষয়টি কাউকে জানালে সে তাকে হত্যার হুমকি দেয়।

তিনি আরো জানান, মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মাকে খুলে বলে। পরে এঘটনা র‌্যাব জানতে পেরে অভিযান চালিয়ে ওই তিন বখাটেকে আটক করে।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
পঞ্চগড়ে দেড় বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে মাকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা