মিশরে দুই নারী টিকটকারের জেল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২১, ১৬:৩৮| আপডেট : ২২ জুন ২০২১, ১৬:৪১
অ- অ+

মানব পাচার ও সমাজের নীতি বিরোধী কর্মকাণ্ডের দায়ে মিশরের দুই নারী টিকটকারকে জেল দিয়েছে দেশটির ক্রিমিনাল কোর্ট। তাদের মধ্যে মাওয়াদা আল আদহাম নামে একজনকে ছয় বছর হানিন হোসসামকে ১০ বছর কারাদণ্ড দেওয়ার পাশাপাশি দুজনকেই দুই লাখ মিসরীয় পাউন্ড জরিমানা করেছে আদালত।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত রবিবার ২৩ বছর বয়সী মাওয়াদা আর ২০ বছর বয়সী হানিনকে এ সাজা দেওয়া হয়। তাদের বিরুদ্ধে মানবপাচার সংক্রান্ত অভিযোগ ছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে বৈষয়িক সুবিধা নিতে তারা সমাজের নীতি ও মূল্যবোধের বিপরীতে কিশোরী-তরুণীদের ব্যবহার করার অভিযোগ ছিল।

টিকটকে তাদের মিলিয়নের বেশি ফলোয়ার ছিল। আর্থিক সুবিধা পেতে তারা টিকটক দিয়ে নারীদের বিভ্রান্ত করছিল বলে আদালতে অভিযোগ আনা হয়েছিল। এর আগে একই ধরনের অভিযোগে চলতি মাসে রিনাদ ইমাদ নামে মিশরীয় আরেক টিকটকারকে তিন বছরের জেল এবং এক লাখ মিসরি পাউন্ড জরিমানা করেছিল দেশটির আদালত।

(ঢাকাটাইমস/২২জুন/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে আবারও সক্রিয় অপশক্তি: সপু
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা