লকডাউনের মধ্যেও গরু নিয়ে ঢাকামুখী ব্যাপারীরা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুলাই ২০২১, ২৩:২৪ | প্রকাশিত : ০১ জুলাই ২০২১, ২৩:২০

লকডাউনের মধ্যেও গরুর গাড়িতে করে কোনো রকম সামাজিক দূরত্ব না মেনে গরু নিয়ে ঢাকায় আসছেন ব্যাপারি ও রাখালেরা। দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে ফেরি পার হচ্ছেন তারা। আর লকডাউনের সুবাদে গণপরিবহন বন্ধ থাকায় পশুবাহী ট্রাকগুলো সরাসরি নির্বিঘ্নে ফেরি পার হতে পারছে।

সরেজমিনে বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে ঢাকামুখী ছোট ট্রাকে করে গরু নিয়ে যাওয়ার এমন চিত্র দেখা যায়।

বাজার বাসস্ট্যান্ডে থাকা পথচারী শাহীন শেখ বলেন, এবার নাকি লকডাউনের কারণে গাড়িতে করে ঢাকায় কোনো গরু নিয়ে যাওয়া যাবে না। তাহলে কিভাবে গাড়িগুলো যাচ্ছে। পথে থাকা অবস্থায় ২/৩টি গরুর গাড়ি ঢাকার দিকে যেতে দেখলাম।

এ বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. মোন্নাফ শেখ বলেন, লকডাউনের মধ্যেও দুয়েকটি ছোট ট্রাকে করে ঢাকামুখী গরুর গাড়ি যাচ্ছে। ফেরিঘাট থেকে গরুর গাড়িতে যাওয়া ব্যাপারি ও রাখালদেরকে মুখে মাস্ক দিয়ে দূরত্ব বজায় রেখে যেতে নির্দেশনা দেয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :