কান উৎসবে ‘তিতান’ জিতেছে ‘স্বর্ণ পাম’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২১, ১৮:৩০
অ- অ+

বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্রের আসর কান উৎসব। আর এবারের কান উৎসবে দীর্ঘ ২৮ বছর পর কোনো নারী চলচ্চিত্র নির্মাতা সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণ পাম (পাম দ’র) জিতেছে। ফরাসি নির্মাতা জুলিয়া দুকোরনোর চলচ্চিত্র ‘তিতান'।

কানের পালে দে ফেস্টিভাল ভবনে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করেন উৎসবের বিচারকের প্রধান ‍যুক্তরাষ্ট্রের নির্মাতা স্পাইক লি।

অনুষ্ঠানজুড়ে রুদ্ধশ্বাস অপেক্ষার পালা শেষে আনুষ্ঠানিকভাবে ‘তিতান’র ঘোষণা করা হয়। ৩৭ বছর বয়সী জুলিয়ার হাতে স্বর্ণ পাম তুলে দেন শ্যারন স্টোন।

এর আগে নারী নির্মাতা হিসেবে ১৯৯৩ সালে প্রথমবার স্বর্ণ পাম পেয়েছিলেন নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন।

তার ২৮ বছর পর দ্বিতীয়বারের মতো নারী নির্মাতা হিসেবে কানের ইতিহাসে জায়গা করে নিলেন জুলিয়া। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি।

প্রতিযোগিতায় যৌথভাবে গ্র্যান্ড পিক্স পুরস্কার পেয়েছে ‘অ্যা হিরো’, ‘কমপার্টমেন্ট নম্বর সিক্স’।

জুরি পুরস্কার পেয়েছে আহেদ’স নি’ ও ‘মেমোরিয়া’, সেরা পরিচালক হয়েছেন ‘আনেট’ নির্মাতা লিও ক্যারাক্স, সেরা অভিনেতা ল্যান্ডি জোনস, সেরা অভিনেত্রী রেনেট রেইসভে, সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন হামাহুচি ও তাকামাসা (ড্রাইভ মাই কার) ক্যামেরা দ’র পেয়েছে মুরিনা।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এসকেএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা