লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তা কাজে দুর্নীতি করলে ব্যবস্থা: মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২১, ১৮:৩৮| আপডেট : ২২ জুলাই ২০২১, ১৮:৪৩
অ- অ+
মির্জা আজম (ফাইল ছবি)

লকডাউনে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়ে নিম্নআয়ের মানুষদের জন্য সরকারি খাদ্য সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এসব সহায়তা দেয়ার সময় যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আজম বলেন, ‘করোনা সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন ও চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি লকডাউনে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন নিম্নআয়ের মানুষদের খাদ্য সহায়তা ও আর্থিক প্রণোদনা দিয়ে যাচ্ছেন। সরকারি এসব সহায়তা যোগ্য মানুষের কাছে সঠিকভাবে পৌছে দেওয়া আমাদের দায়িত্ব। আর দায়িত্ব পালনকালে যারা দুর্নীতি করে শেখ হাসিনার মহতী কাজকে কলঙ্কিত করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।’

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাসেবা নেয়ার চেয়ে, করোনা সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখাটাই বুদ্ধিমানের কাজ।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সংক্রমণ ঠেকাতে লকডাউনে সরকারি বিধিনেষেধ মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিন্নাহ প্রমুখ।

ঢাকাটাইমস/২২জুলাই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা