কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে গ্রেপ্তার ৫৮৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২১, ১৯:৫৫| আপডেট : ২৫ জুলাই ২০২১, ২০:০০
অ- অ+

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের পর শুরু হওয়া দ্বিতীয় দফার কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রবিবার রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিধিনিষেধ না মানায় এদিন গ্রেপ্তারের পাশাপাশি দুই শতাধিক ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এই তথ্য জানান।

পুলিশ কর্মকর্তা বলেন, জরুরি প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করেছেন।

এদিকে ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অভিযোগে ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে দেশে চলছে কঠোর বিধিনিষেধ। তবে ঈদুল আজহা উপলক্ষে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। ২৩ জুলাই শুক্রবার থেকে পুনরায় শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ, যা চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

(ঢাকাটাইমস/২৫জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
উঠানের পানি নিষ্কাশন নিয়ে ভাগিনার হাতে মামা খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা