চট্টগ্রামের চিহ্নিত ছিনতাইকারী রুবেল অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১০:১২| আপডেট : ২৭ জুলাই ২০২১, ১১:৩২
অ- অ+

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী রুবেলকে (২৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত সোনার চেইন উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবারপাড় পালকী কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গত ১৯ জুলাই কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকায় ছিনতাইয়ের পর রুবেল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাইকৃত ৮ আনা ওজনের সোনার চেইনের ৫ আনা উদ্ধার করা হয়।

এর আগে লুণ্ঠিত এসব স্বর্ণ কেনার অভিযোগে ক্রেতা সুজন ধরকে (৩৭) বায়েজিদ ডেবারপাড় থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানার এস আই অর্ণব বাদী হয়ে রুবেল এবং তার পলাতক সহযোগী জামাল প্রকাশ বুস্টার জামালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

উদ্ধারকৃত সোনা ও আসামি সুজন ধরকে হস্তান্তর করা হয়েছে। রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এএ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে আবারও সক্রিয় অপশক্তি: সপু
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
স্মরণকালের ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা