উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৬

উখিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১৫:০৬| আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৭:৫৯
অ- অ+

ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধসে অন্তত পাঁচ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছ। মঙ্গলবার দুপুরে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। অন্যদিকে একই দিনে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি তারিকুল ইসলাম জানান, পাহাড় ধসে বালুখালী ক্যাম্প-১০ এর জি-৩৭ ব্লকের শাহ আলমের স্ত্রী দিল বাহার (৪২), তার শিশু সন্তান শফিউল আলম (৯), জি-৩৮ ব্লকের মোহাম্মদ ইউসূফের স্ত্রী গুল বাহার (২৫), তার আড়াই মাসের শিশু সন্তান আব্দুর রহমান ও কন্যা আয়েশা সিদ্দীকার (১) মৃত্যু হয়েছে।

পালংখালি ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী ঢাকাটাইমসকে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিবৃষ্টির কারণে পাহাড় ধস হয়েছে। এতে পাঁচ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে। অপর এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

স্থানীয় সূত্র ও ক্যাম্পের বাসিন্দারা জানান, গত তিন দিনের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ভোর থেকে টানা বৃষ্টি হচ্ছিল। এতে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের অন্তত লক্ষাধিক বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে।

প্লাবিত হওয়া ক্যাম্পগুলো হলো কুতুপালং ক্যাম্প-৫, বালুখালী ১ নং ক্যাম্প, টেকনাফের ২৬ নং ক্যাম্প, জামতলী ক্যাম্প, হাকিমপাড়া, ২৪ নং ক্যাম্প, ২৭ নং ক্যাম্প ও মধুছড়া ক্যাম্পের লক্ষাধিক রোহিঙ্গা বসতি পানিতে তলীয়ে গেছে।

গফুর উদ্দিন চৌধুরী বলেন, বৃষ্টিপাত এভাবে চলতে থাকলে আরও ছোট ছোট টিলা ধসে পড়ার শঙ্কা রয়েছে।

(ঢাকাটাইমস/২৭জুলাই /ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অর্থনৈতিক কর্মকাণ্ড: ভোলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিমকে দল থেকে বহিস্কার
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসা ও অপারেশনের দায়িত্ব নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা