ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২১, ১৩:১১
অ- অ+

টোকিও অলিম্পিকে ফুটবল ইভেন্টে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামবে দলগুলো। এরই ধারাবাহিকতায় ভিন্ন ভিন্ন ম্যাচ প্রতিপক্ষের বিপক্ষে মোকাবিলা করবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। আর্জেন্টিনা লড়বে শক্তিশালী স্পেনের বিপক্ষে। আর ব্রাজিলের প্রতিপক্ষ সৌদি আরব।

ব্রাজিল-সৌদি আরব মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। আর আর্জেন্টিনা-স্পেনের মহারণ শুরু হবে বিকাল ৫টায়।

উল্লেখ্য, পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানেই রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত গ্রুপপর্বের দুটি ম্যাচ খেলে প্রত্যেকেটিতেই জিতেছে তারা। তাই কোয়ার্টার ফাইনালপর্ব তাদের অনেকটা নিশ্চিত।

এদিকে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মিশরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে আর্জেন্টিনার অবস্থান তৃতীয়। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকার ফলে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। সুতরাং, নকআউটে যেতে হলে শেষ ম্যাচে অবশ্যই জিততে হবে আর্জেন্টিনাকে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা: দুদু
টঙ্গীতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে রোহিঙ্গা আটক
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৮- নীলার গর্ভে তমালের চিহ্ন
সিটি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা