১০০ কেজি ওজনের লেহেঙ্গা পরে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ০৯:৪৯| আপডেট : ৩০ জুলাই ২০২১, ০৯:৫৫
অ- অ+
ছবি: সংগৃহীত

নিজের বিয়েতে ১০০ কেজির লেহঙ্গা পরলেন কনে। আর সেই বিশাল পোশাকের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানের ওই নারী কী করে এত বড় মাপের একটি লেহঙ্গা সামলেছেন বিয়ের আসরে তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন অনেকে।

বিয়ের দিনটা স্মরণীয় করে রাখতে চান সকলেই। অনেক বিশেষ মুহূর্ত তৈরি হয় এই দিনটিতে। কিন্তু স্মরণীয় করে রাখতে ১০০ কেজির লেহঙ্গা? বিবাহ অনুষ্ঠানে আসা অতিথিরাও অবাক হয়ে গিয়েছেন কনের এই কাণ্ড দেখে।

বিয়ের মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজব সব বিবাহ আয়োজনের ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিদিনই। কিন্তু পাকিস্তানের কনে যা করেছেন, তাতে অনেকেই লিখছেন, ‘এমন ঘটনা জীবনে দেখিনি।’

ঝলমলে লেহঙ্গায় ছড়িয়ে রয়েছে হাতের সেলাইয়ের কাজ। যেখানে বসেছেন কনে, তার থেকে বেশ কয়েক হাত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেই লেহঙ্গা। কয়েকজন আবার ধরেও আছেন একটি দিক। যাতে পুরোটা সকলে দেখতে পান।

লেহেঙ্গার দৈর্ঘ্য এতটাই বেশি যে বর-কনের বসার জন্য যে মঞ্চ করা হয় তার পুরোটাই ঢেকে যায় এটি দিয়ে। যদিও বরের সাজে তেমন কোনো চমকে দেওয়ার মতো বিশেষত্ব নেই। তিনি সাধারণ শেরওয়ানি ও মেরুন রঙের পাগড়ি পরেন।

(ঢাকাটাইমস/৩০ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডায়াবেটিস নিরাময় করে ভেষজ মহৌষধি আমলকি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৪- ভালোবাসা যেখানে থেমে থাকে না
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা