হেলেনার বিরুদ্ধে গুলশান থানায় দুই মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ১৯:০৫| আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৯:৪৮
অ- অ+

আলোচিত নারী নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। আজ সন্ধ্যায় র‌্যাব বাদী হয়ে মামলা দুটি করে।

এরমধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনে ও অপরটি ডিজিটাল নিরাপত্তা আইনে। বিশেষ ক্ষমতা আইনে তিনটি ধারা যুক্ত করা হয়েছে। সেগুলো মধ্যে মাদক আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনের ধারা দেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ডিএমপির গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'র‌্যাবের হাতে গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে দুটি মামলা করেছে। আজ সন্ধ্যায় মামলা দুটি রুজু হয়।'

এর আগে বিকাল সাড়ে পাঁচটার দিকে র‌্যাবের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে সদ্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব সদরদপ্তর থেকে তাকে একটি গাড়িতে করে গুলশান থানায় নেওয়া হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। চার ঘণ্টার অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব সদরদপ্তরে নেয়া হয়। হেলেনার বাসা থেকে বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, চাকু, ওয়াকিটকিসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব। এরপর রাত দেড়টা থেকে চারটা পর্যন্ত রাজধানীর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযানে যায় র‌্যাব। অভিযানে বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা