বিদায়ী কনস্টেবলকে সংবর্ধিত করলেন পুলিশ সুপার

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২১, ১৯:৫৮
অ- অ+

সদর কোর্টের কনস্টেবল রুহুল আমিনের অবসরজনিত বিদায়ী সংবর্ধনায় ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় শনিবার বেলা ১১টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুছ মিয়ার ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান হয়। এতে সঞ্চালক ছিলেন কোর্ট উপপরিদর্শক (সিএসআই) মো. বজলুর রশীদ। অনুষ্ঠানে কনস্টেবল রুহুল আমিন তার চাকরিজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

চাকরি শেষে এই সম্মাননা পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত পুলিশ পরিদর্শক দীপাংকর রায়, বিলকিস আরাসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন।

বিদায়ী কনস্টেবল রুহুল আমিনকে কোর্টের সব কর্মকর্তা ও ফোর্সের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানান কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুছ মিয়া।

অনুষ্ঠান শেষে পুলিশ সুপারের নির্দেশনায় একটি ফুল সজ্জিত ডাবল ক্যাবিন গাড়িযোগে মো. রুহুল আমিনকে নিজ বাসায় পৌঁছে দেয়া হয়।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এসএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা