সিরাজগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ২১:২৭
অ- অ+

সিরাজগঞ্জের চাঁদ আলী মোড় এলাকায় সোমবার দুপুরে ২০০ জন দুস্থ ও অসহায় পরিবারে মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ জান্নাত আরা তালুকদার হেনরী সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে এসব সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবয়ায়ী শামীম তালুকদার লাবু, সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম (ভুট্টো) প্রমুখ।

ড. জান্নাত আরা তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় ও দুস্থ মানুষের পাশে এই করোনাকালে সব সময় পাশে আছি এবং থাকবো। অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটবে এবং প্রাণ খুলে মহান আল্লাহ কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তারা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খন্দকার মনোয়ার হোসেন জিন্নাহ, মেহেদী হাসান, রাজিবুল হক লিখন, শফিকুল ইসলাম রকি প্রমুখ।

এ খাদ্য সহায়তা কাজে ১৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২আগস্ট/এসএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অর্থনৈতিক কর্মকাণ্ড: ভোলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিমকে দল থেকে বহিস্কার
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসা ও অপারেশনের দায়িত্ব নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা