ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ২২ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ০৯:১৭| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৯:৪৫
অ- অ+

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে একদিনে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে করোনায় আর উপসর্গে মৃত্যু হয়েছে ১২ জনের।

হাসপাতালটির করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতদের মধ্যে ছয়জনের বাড়ি ময়মনসিংহে। তারা হলেন সদর উপজেলার খলিলুর রহমান, নাসিমা, সাইফুজ্জামান, গিয়াসউদ্দিন, সারোয়ার জাহান, মমতাজ বেগম, গৌরীপুরের মোবারক হোসেন শান্ত। অন্যরা হলেন নেত্রকোনা পুর্বধলার আব্দুর রউফ, টাঙ্গাইলের মধুপুরের আবেদা খাতুন এবং ঘাটাইলের আমেনা বেগম।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল হালিম, ফজিলা খাতুন, সাইমুননেসা, শামসুদ্দিন, সাইফুল, তারাকান্দার আব্দুল খালেক, আবু সালেহ, ত্রিশালের হামিদা খাতুন, মুক্তাগাছার খলিলুর রহমান, ফুলপুরের আকবর, নেত্রকোনা সদরের জুলেখা ও পুর্বধলার হাবিবুর রহমান।

ডা. মহিউদ্দিন খান আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৫৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউত ২২ জন। নতুন ভর্তি ১০০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।

ঢাকাটাইমস/৪আগস্ট/এমএম/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা