ঠাকুরগাঁওয়ে গরু-ছাগলসহ আগুনে পুড়ল ছয় পরিবারের ১২ ঘর

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১১:০৭| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১১:৫৮
অ- অ+

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আগুন লেগে ছয়টি পরিবারের ১২টি ঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার কুজিশহর (কবিরাজপাড়া) গ্রামের বইজুল ইসলামের ছেলে মাজেদুল ইসলামের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গরু-ছাগল পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে এ আগুনের সূত্রপাত। মুহুর্তেই রবিউল ইসলাম, কামরুল ইসলাম, মখলেসুর রহমান ও আলমের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয়টি পরিবারের নগদ চার লাখ টাকা, সাতটি গরু, সাতটি ছাগল, স্বর্ণালঙ্কার, ২০ মণ শুকনা মরিচ, ধান-চাল, কাপড়-চোপড়সহ আনুমানিক ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মাজেদুল ইসলামের। তার পাঁচটি গরু, নগদ চার লাখ টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তান পরিজন নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

ক্ষতিগ্রস্ত মাজেদুল ইসলাম জানান, আমি শেষ হয়ে গেছি। আগুনে পরনের কাপড় ছাড়া আমার সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের লিডার আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা।

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় ও ১ নম্বর রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(ঢাকাটাইমস/৪আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামি দল: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা