মডেল পিয়াসার সহযোগী সেই মিশু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৪:৩৪
অ- অ+
মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা (ফাইল ছবি)

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মিশু হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব, যিনি বিতর্কিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার অন্যতম সহযোগী। গ্রেপ্তার করা হয়েছে মিশুর আরেক সহযোগীকেও।

বুধবার দুপুরে র‍্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় মিশুকে গ্রেপ্তারের তথ্য জানানো হলেও কখন গ্রেপ্তার করা হয় সে বিষয়ে কিছু জানানো হয়নি। বিকালে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাবে এলিট ফোর্সটি।

জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া মডেল পিয়াসা ও মৌ আক্তারের অন্যতম সহযোগী মিশু। পিয়াসাদের নিয়ন্ত্রণ করতেন তিনি। এসব মডেলদের ব্যবহার করে মিশু মাদক কারবার, ব্ল্যাকমেইলসহ নানান অপরাধ করতেন। গরু আমদানির নামে গরুর পেটে কৌশলে স্বর্ণ ও হীরার চালান আনতেন মিশু। এভাবে চোরাচালান করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি।

গত রবিবার ঢাকার বারিধারার একটি বাসা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ওই সময় বাসাটি থেকে ইয়াবা, মদ ও সীসা পাওয়া যায়। পরে মোহাম্মদপুর থেকে মৌ আক্তার নামে আরেক মডেলকে গ্রেপ্তার করা হয়।

ঢাকাটাইমস/৪আগস্ট/এসএস/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অর্থনৈতিক কর্মকাণ্ড: ভোলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিমকে দল থেকে বহিস্কার
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসা ও অপারেশনের দায়িত্ব নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা