পটিয়া থানায় হামলা: আরও চারজনের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ১৯:১৭
অ- অ+

চট্টগ্রামের পটিয়া থানায় হামলার অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবু বকর সুজন, নিকাহ রেজিস্ট্রার কাজী শরিফুদ্দিন মাহমুদ সেলিম ও মো. খোরশেদ আলমসহ চারজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ পৃথক আদেশে তাদের জামিন মঞ্জুর করেন। আবেদনকারীপক্ষে ছিলেন অ্যাডভোকেট আফসানা রশিদ, এস কে শফিক মাহমুদ ও অশোক কুমার বনিক। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে গত ২৬ মার্চ বিকেলে হেফাজতের কর্মীরা মিছিল বের করে। এরপর তারা চট্টগ্রামের পটিয়া থানায় হামলা চালায় বলে মামলার অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ৩০ মার্চ পটিয়া থানায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অজ্ঞাত ৭/৮শ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশ বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে হাইকোর্টে জামিন আবেদনকারী চারজনকে গত ১০, ১৩, ১৪ ও ২৬ এপ্রিল গ্রেপ্তার করা হয়।

এর আগেও হাইকোর্ট এ মামলার একাধিক ব্যক্তিকে বিভিন্ন সময়ে জামিন দিয়েছেন।

ঢাকাটাইমস/৫ আগষ্ট/এআইএম/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অর্থনৈতিক কর্মকাণ্ড: ভোলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিমকে দল থেকে বহিস্কার
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসা ও অপারেশনের দায়িত্ব নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা