ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের উদ্যোগে অসহায়দের সহায়তা

জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা মহামারিতে কর্মহীন, অসহায়, গরিব ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মাঝে রবিবার খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সেনাবাহিনী প্রধানের সহধর্মিনী এবং ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বেগম নুরজাহান আহমেদের উদ্যোগে ক্লাবের সদস্যদের পক্ষ থেকে তিনি এই সহায়তা দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার উদ্দেশ্যে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বেগম নুরজাহান আহমেদের আহ্বানে সাড়া দিয়ে ক্লাবের সদস্যরা নগদ প্রায় ২০ লাখ টাকা ও খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসে। এই উৎস থেকে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব কর্তৃক পর্যাক্রমে ১২০০ দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা করবে।
রবিবার ১০০ জনেরও বেশি অসহায় নারী-পুরুষ ও শিশুকে এই সহায়তা দেয়া হয়েছে। ত্রাণ বিতরণ শেষে বেগম নুরজাহান আহমেদ উপস্থিত গরিব-দুঃখী মানুষদের খোঁজখবর নেন।
এ সময় লেডিস ক্লাব ঢাকা সেনানিবাসের সভানেত্রী, সহ-সভানেত্রী; সেনা পরিবার কল্যাণ সমিতি ঢাকা অঞ্চলের সভানেত্রী এবং চিল্ড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু এবং তার পরিবারের শাহাদাত বরণকারী অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে সেনাবাহিনীর সব লেডিস ক্লাব কর্তৃক অনেক আগে থেকেই নানা কার্যক্রমের পরিকল্পনা করা হয়। সেই অনুযায়ী ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব ছাড়াও দেশের সব সেনানিবাসের লেডিস ক্লাব কর্তৃক সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত গরিব-দুঃখীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
একইসঙ্গে ১৫ আগস্ট সব সেনানিবাসে বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনাসহ সেনানিবাসস্থ মসজিদগুলোতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত আয়োজন করা হয়।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/এসএস/কেএম)

মন্তব্য করুন