পোলাও খেয়ে বিষক্রিয়ায় অর্ধশতাধিক অসুস্থ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৯| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৫
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মসজিদে মিলাদের পোলাও খেয়ে তিন গ্রামের নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হটাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বেড না থাকায় হাসপাতালের মেঝেতে অবস্থান করছেন অনেকে। রবিবার হাসপাতালে গিয়ে এ চিত্র পাওয়া যায়।

উপজেলার বেলখুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ মন্ডল ও মল্লিক বলেন, ‘কিছুদিন আগে আমাদের গ্রামের বজলুর রহমান নামে এক ব্যক্তি মারা যান। গত শুক্রবার দুপুরে গ্রামের মসজিদে দোয়া মাহফিল ও তবারক হিসেবে পোলাও রান্নার আয়োজন করে মৃত ব্যক্তির পরিবার। সেই পোলাও খেয়ে বাকিলা, পানিখুর ও বেলখুরসহ আশপাশের গ্রামের অর্ধশতাধিক মানুষ ডায়রিয়া, বমি ও পেটে অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী জানান, হঠাৎ করে শনিবার রাত থেকে এখন পর্যন্ত ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বেড সংকটের কারণে সমস্যা দেখা দিয়েছে। ফুড পয়জনের (খাদ্যে বিষক্রিয়া) কারণে এমনটা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা