এবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার (ভিডিও)

করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। বিভিন্ন দেশ করোনা রোধে বিভিন্ন ব্যবস্থা নিয়ে যখন ব্যস্ত সময় পার করছে তখন নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। সম্প্রতি ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিম জং উনের দেশ।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ফের পরমাণু বোমার জ্বালানি তৈরির কাজে উদ্যোগী হয়েছে পিয়ংইয়ং। হলিউডের কায়দায় ট্রেন থেকে এক জোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। খবর রয়টার্সের
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ট্রেন থেকে দু’টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। ৮০০ কিলোমিটার দূরে সমুদ্রে নিখুঁত নিশানায় গিয়ে পড়েছে সেটি।
ভিডিওতে দেখা গেছে, অরণ্য ঘেরা এলাকায় ট্রেন থেকে কমলা শিখা ছড়িয়ে দু’টি ক্ষেপণাস্ত্র ছিটকে ওঠে। যার অর্থ, উত্তর কোরিয়া এবার পাহাড়-জঙ্গলে যেকোনো এলাকায় ক্ষেপণাস্ত্র নিয়ে গিয়ে সেখান খেকে তা ছুড়তে পারবে। এই ভ্রাম্যমাণ ব্যবস্থা তাদের নিরাপত্তা ব্যবস্থাকে অনেক দৃঢ় করে তুলবে বলে দাবি দেশটির।
অদূর ভবিষ্যতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে কিমের সেনা। এনবিসি নিউজ সূত্রে খবর, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে আচমকা কার্যকলাপ বেড়েছে বলে মার্কিন সেনার কাছে খবর রয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার আণবিক কেন্দ্রেও গতিবিধি বেড়েছে।
ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/একে

মন্তব্য করুন