সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৮| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৩
অ- অ+

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সিরাজ মিয়া(৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ মিয়া উপজেলার সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের বুলাই মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলা সদরে আমিনুল হকের বাসায় শ্রমিকের কাজ করতেন সিরাজ মিয়া। বাসার মালামাল যাতে চুরি না হয় সেজন্য এঙ্গেলে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন তিনি। ভোরে নিরাপত্তা প্রহরী বিদ্যুৎ বন্ধ করতে ভুলে যান। প্রতিদিনের মতো সকালে সিরাজ মিয়া কাজ করতে আসেন। অসাবধানতাবশত লোহার রডে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। সিরাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবদুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা