মতিঝিলে ‘ছাদ থেকে পড়ে’ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:০১
অ- অ+
ফাইল ছবি

রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় নয়তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে বেসিক ব্যাংকের একজন সিনিয়র অফিসারের মৃত্যু হয়েছে। তার নাম শওকত হোসেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শওকত বেসিক ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন শওকত হোসেন। পরে ভবন থেকে পড়ে যাওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হলেও ভবন থেকে কিভাবে পড়লেন তা বুঝে উঠতে পারছেন না তার স্বজনরা।

মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মনতোষ বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা