‘ডিজিটাল রাইডে’ চালকের সঙ্গে ছাড় পাবেন যাত্রীও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯

চালক ও গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা চালু করল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘ডিজিটাল রাইড’। নির্ধারিত সময় পর্যন্ত ডিজিটাল রাইড ব্যবহারে চালকের পাশাপাশি ছাড় পাবেন যাত্রীরাও।

ডিজিটাল রাইড কর্তৃপক্ষ জানিয়েছে, মাসব্যাপী এই অফার শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

নতুন এই অফারে ডিজিটাল রাইড ব্যবহারকারী একজন বাইক রাইডার অফার চলাকালে প্রতিদিন ১০ ঘণ্টা অনলাইনে থাকলে এবং তিনটি বাইক রাইড গ্রহণ করলে মাস শেষে পাবেন বাড়তি এক হাজার টাকা বোনাস।

আর কার রাইডাররা অফার চলাকালে প্রতিদিন ১০ ঘণ্টা অনলাইনে থাকলে এবং দুটি করে রাইড করলে মাস শেষে পাবেন ১৫০০ টাকা বোনাস।

এরমধ্যে যদি কোনো রাইডার (বাইক এবং কার) কল না পান তাহলে তিনি ডিজিটাল রাইডের অ্যাপ্স ওপেন করে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনো সময়ের মধ্যে ১০ ঘণ্টা অনলাইনে থাকলেই পেয়ে যাবেন বোনাস অফারটি।

এরমধ্যে কোনো রাইডার অনলাইনে থাকাবস্থায় একটি কল এলেও তা গ্রহণ করতে হবে। গ্রহণ না করলে অফারটির জন্য বাইডার মনোনীত হবেন না।

অন্যদিকে গ্রাহকদের জন্য থাকছে- বাইক রাইডের ক্ষেত্রে গ্রাহকরা DRL50 প্রমো কোড ব্যবহার করে প্রথম দুটি রাইডে পাবেন ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কার রাইডের ক্ষেত্রে গ্রাহকরা DRL100 প্রমো কোড ব্যবহার করে প্রথম দুটি রাইডে পাবেন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

জয়েনিং বোনাস অফার শুধুমাত্র বাইক এবং কারের ক্ষেত্রেই প্রযোজ্য।

এছাড়া ডিজিটাল রাইডে জয়েন করার পর রাইডারদের প্রথম ১০টি রাইডে কোনো কমিশন দিতে হবে না কোম্পানিকে। অর্থাৎ ট্রিপের পুরো টাকাটিই পাবেন রাইডার। এছাড়া পরবর্তী সময়ে রাইডাররা প্রতিটি রাইডের ৮৫ ভাগ পেয়ে যাবেন সবসময়।

পার্সেল সার্ভিসের ক্ষেত্রে কাস্টমাররা Dparcel প্রোমো কোড ব্যবহার করে প্রথম দুইটি পার্সেল সার্ভিসে পাবেন ১৫% ডিসকাউন্টে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :